সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – নুসরাত লায়লা নীরা

10

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা বলেছেন, সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলো দেশের উন্নয়নে অবদান রাখছে। বিশেষ করে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বেসরকারি সংস্থাগুলো সহযোগী হিসেবে কাজ করছে। মঙ্গলবার ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়ে পড়া ও জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের এডভোকেসী নেটওয়ার্ক সদস্যদের জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন। নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুত্তাকিন, প্রকল্প সমন্বয়কারী অনিরুদ্ধ রায়, প্রকল্পের বিভাগীয় ফ্যাসিলিটেটর শাহজাহান মিয়া ও এসিসট্যান্ট বিভাগীয় ফ্যাসিলিটেটর সাইফুর রহমান চৌধুরী। উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্য এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি