কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
সিলেটের জাফলংয়ে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় মাদকসহ এক মহিলাকে আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর জোন)।
সূত্রে জানা যায় শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর জোন)’র এস আই আবুল হোসেন’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সেলিনা বেগম (৫০) নামে এক মহিলাকে আটক করে। এ সময় ধৃত আসামির কাছ থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১৭ বোতল মদ উদ্ধার করা হয়। ধৃত আসামি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন এর উত্তর মোহাম্মদপুর গ্রামের মনির হোসেনের স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি উত্তর জোন) রেফায়েত উল্লাহ চৌধুরী আমদানি নিষিদ্ধ ১৭ বোতল ভারতীয় মদসহ এক মহিলাকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন ধৃত আসামি মহিলা হওয়ার সুযোগে দীর্ঘদিন থেকে জাফলং এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।