শাফায়েত হোসেন
ওই দেখা যায় বইয়ের মেলা,
লেখক পাঠক করছে খেলা,
রক্ত রঙিন মাসে,
বছর ঘুরে বই মেলেটা
আমার দেশে আসে।
রকমারি বইয়ের সারি,
পাঠকগুলো ছাড়ছে বাড়ি,
পাইতে জ্ঞানের স্বাদ,
জ্ঞানের পরশ লাগলে পরে
দূর হবে সব খাদ।
বইয়ের পাতায় নতুন সাজে,
ধূসর ঠেলে সুরটা বাজে,
মধুর সুরের গানে,
বই প্রেমিকরা ছুটছে সবাই
বইয়ের প্রেমের টানে।
বইয়ের প্রেমে ফুটবে হাসি,
বইকে সবাই ভালোবাসি,
মুছতে সকল কালো,
বইটা করি নিত্য সঙ্গী
করতে জীবন আলো।