হবিগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

1

স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের র‌্যাবের অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছুর রহমান (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে র‌্যাব-০৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পর এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আক্কাছুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের নিম্বর আলীর পুত্র।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, আক্কাছুর রহমানের বিরুদ্ধে আদালত থেকে ১ বছরের সাজা পরোয়ানা ছিল। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে সদর উপজেলার লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।