মোঃ আবুল কাশেম
শতবর্ষের সালাম শ্রেষ্ঠ বঙ্গবন্ধু তুমি
৭ই মার্চ জাগিয়ে ছিলে কন্ঠের ধ্বনি
মিসাইলের মতো ছুটে গেলো বিশ্বে
করোনা ভাইরাসের মতো সুরের ধ্বনি।
মহামারি যেমন ধারণ করে ঝটিকা-
বয়ে যায় প্রবণ শৈল অবনী
রক্ত দিয়ে রেখেছ সোনার বাংলাদেশ
অরতিদের কাছে মাথা নত করোনি।
মাতৃভূমি তোমারী বাংলাদেশ থাকবে
সোনার ছেলেরা তরুনিরা সোনায় গড়বে।
শুভ জন্মদিনে মহা মিলনে
শোকে কাদবে তোমার স্মরণে
মুজিব শতবর্ষে মোদের ছোট খোকা মণি
শিশু কিশোর কেউ ভুলিনি।।