সীমান্তিকের কর্মকর্তা খুনের ঘটনায় আরো ২ ছিনতাইকারী গ্রেফতার

7

স্টাফ রিপোর্টার :
নগরীর দক্ষিণ সুরমায় বেসরকারি এনজিও সংস্থা সীমান্তিকের কর্মকর্তা আনোয়ার হোসেন (৪০) খুনের ঘটনায় আরো ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় প্রথমে পুলিশ মাহফুজুর রহমান বিপ্লব নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করে।
এ সময় বিপ্লব ঘটনার দায় স্বীকার করে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় আদালতে জবানবন্দিতে প্রদান করে। তার তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ২ আসামীসহ মোট ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
বিপ্লব ছাড়া গ্রেফতারকৃত অপর ২ ছিনতাইকারী হচ্ছে, সুনামগঞ্জের দোয়ারাবাজারের লিয়াকতগঞ্জের মো. মোস্তাফা মিয়ার পুত্র জালাল আহমদ (২০) ও হবিগঞ্জের চুনারুঘাটের সাটিয়া গ্রামের মৃত নূর হোসেনের পুত্র সোলেমান মিয়া (২১)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৭ টার দিকে রেলস্টেশন থেকে টিকিট নিয়ে লিংক রোড দিয়ে হুমায়ুন রশীদ চত্বরে রিকশা যোগে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। এ সময় রেল লাইনে অবস্থান করা ২ ছিনতাইকারী তার গতিরোধ করে। তখন আনোয়ার হোসেন তাদের দুজনকে জাপটে ধরেন। তিনি একজনের হাতে কামড়ও বসান। এসময় আরও দুইজন ছিনতাইকারী আসে। ৪ জন মিলে পরে তার গলায়, পিঠে, উরু এবং নিতম্বসহ দেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ছুরিকাঘাত করে আনোয়ারকে হত্যা করে। ওই লিংক রোড অন্ধকারাচ্ছন্ন থাকে। রাতে ওই সড়ক দিয়ে লোকজন খুব একটা চলাচল করে না। পরে এক সিএনজি অটোরিক্সা চালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।