এ-ই :
এ-ই তুমি কি সেই
কেন সন্দেহ আছে!
না মানে,
মানে টা কি! খুলে বলো
মানে তুমি কি ফেইসবুকের ছবি দেখা
পরিচিত সেই একজন,
হঠাৎ এমন প্রশ্ন!
না মানে, অন্য রকম লাগছে
যেমন খুলে বলো!
ফেইসবুকের ছবিতে দেখলাম,
কি দেখেছ বলো!
এই মায়াবি দুটি চোখ
চাঁদের মতো মুখ,
ঘন কালো কেশ
দেখতে পরী থেকে সুন্দর।
ও আচ্ছা! তাতে কি হলো
এ-র মানে কি বুঝাতে চাচ্ছো,
আমি আর কি বুঝাব,
তোমাকে শতবার বুঝালে
তুমি কি বুঝবে।
বলো আমাকে!
সত্যি বলবো! তবে বলতে পারি।
আমি আমার মনের কথা শুনালাম
পরামর্শ হবে আমার,
আর গ্রহণ করা তোমার একান্ত ব্যাপার।
আহা! খুলে বলো
সৃষ্টিকর্তা তোমাকে যে
রূপ দিয়েছে,
তাহাতে তুমি শ্রেষ্ঠ।
সেই রূপে যদি, রূপের বাহার লাগায়
তাহলে সৃষ্টিকর্তা হবে রুষ্ট।
এ-ই কথা!
হুম একটু গভীর ভাবে ভাব।
একটি কথা বলি
তোমার আমার বন্ধুত্ব
আর হলো না,
তুমি তোমার রূপ কে নিয়ে
সন্তুষ্ট না! আর আমি
আমার বিশ্বাস তুমি অনেক কিছু
আমার সাথে গোপন করেছো।
ও আচ্ছা!
তাহলে রূপকে প্রাধান্য করেছো
এটা তোমার ভুল ধারণা,
আমি রূপের পূজারী নহে
আমি সত্যের সাথী,
সঠিক পথে চলতে গেলে
সত্য শ্রেষ্ঠ আমি মনে করি।
হয় সুখ নয়তো দুঃখ,
দুই সমাদরে গ্রহণ করি।
এখানে রূপ বিষয় না
তুমি তোমার মধ্যে সন্তুষ্ট না,
তোমার ফেইসবুক আইডিতে।
প্রতিটি ছবি বাস্তবতার সাথে
একটুও মিল নেই।
আমি তোমার এই রূপ দেখে
অনেক সন্তুষ্ট তোমার মন
খুব ভালো।
কিন্তু তুমি নিজেকে
নিজের মধ্যে লুকিয়েছ
তোমার মধ্যে তোমার বিশ্বাস নেই
আমি কেমন করে বিশ্বাস করবো,
যে নিজেকে নিয়ে সন্তুষ্ট না।
তার প্রতি সৃষ্টিকর্তা সবসময় রুষ্ট
থাকেন,
তাই তোমার আমার বন্ধুত্ব কখনো টিকবে না
বিদায়, ভালো থাকো সবসময়।