পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে দলই চা বাগান বন্ধের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সিলেটের বিশিষ্ট নাগরিক বৃন্দ। নেতৃবৃন্দ বলেন, শ্রমিক পক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত না করেই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন ধমন করতে ধলই চা বাগানের মালিক পক্ষ বাগানের উৎপাদন কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত শুধু হটকারীই নয় বেআইনীও বটে। চা-বাগানের শ্রমিকরা বাগান কর্তৃপক্ষের এমন হঠকারী সিদ্ধান্তে ইতিমধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করছে।
বিবৃতিতে, অবিলম্বে দলই চা বাগান খুলে দিয়ে শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন, বিশিষ্ট রাজনীতিবিদ গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মোঃ আরশ আলী, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, সিপিবির সাবেক সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, প্রবীণ আইনজীবী মুজিবুর ররহমান চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড: আবুল কাশেম, সিপিবি জেলা সভাপতি হাবিবুল ইসলাম খোকা, গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আইয়ুব আলী, বিশিষ্ট আইনজীবী এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাসদ (মার্কসবাদী) আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর, জাসদ জেলা ও মহানগর সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া ও গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টি জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, মানবাধিকার ডিফেন্ড এর জেলা সদস্য সচিব লক্ষ্মী ক্ষান্ত সিংহ, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ (মার্কসবাদী) সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরামের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, আইনজীবী রণেন রনি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, চা শ্রমিক ফেডারেশনের লিটন মোধি, রত্না বসাক, সন্দিপ রঞ্জন নায়েক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর সভাপতি সঞ্জয় দাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আহবায়ক সনজয় দাশ, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক নাবিল এইচ প্রমুখ। বিজ্ঞপ্তি