সোলায়মান জয়

12

আকাশ :

এই আকাশে চাঁদ উঠে না
রাত্রি ভরা অন্ধকার
এই আকাশের চারিদিকে
হাসিখুশির বন্ধ দ্বার।

এই আকাশে অন্ধকারের
সারাৎসারে মৃত্যু ভয়
এই আকাশের দেয়ালগুলো
একাকিত্ব করছে জয়।

এই আকাশে গভীর রাত্রি
খুব ভয়ানক শরীর তার
চাঁদ তারকা ভয় পেয়ে তাই
রাত্রি বুকে যায় না আর।

এই আকাশে মেঘের রানি
খুব অসহায় কাঁদে খুব
জোছনা যত আঁধার দেখে
ভয়ে ভয়ে থাকে চুপ।

এই আকাশের এমন দশা
খুব পুরনো এমন নয়
যেদিন তুমি বদলে গেছো
সেদিন থেকে এমন হয়।