দাবায়া রাখতে পারবা না :
একটি আঙ্গুল যেই দাঁড়ালো মাইক্রোফোনের পাশে
বিপ্লবীরা ভিড় জমালো তেপান্তরের ঘাসে।
একটি কন্ঠ যে শোনালো “দাবায়া রাখতে পারবা না ”
বিপ্লবীদের বুকের পাখি মেললো আগুন ডানা।
মাইক্রোফোনে ধ্বনিত হলো “এবারের সংগ্রাম…”
জনতার ঢল সুর মিলালো “মুক্তির সংগ্রাম ”।
মুষ্টিবদ্ধ লাখো বাঙালি বিপ্লবে উৎসুক
একটি মানুষ বুক বাড়ালো, সঙ্গে হাস্যমুখ।
সেই মানুষটি ছিলেন যে কে তোমরা জানো কি তা?
সেই মানুষটি মহান মুজিব, বাঙালি জাতির পিতা।