পলিটেকনিকের অধ্যক্ষের বাসায় হামলা-ভাংচুর

33

স্টাফ রিপোর্টার :
সরস্বতী পূজায় চাহিদা মাফিক চাঁদা না পেয়ে দক্ষিণ সুরমাস্থ সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষের বাসায় হামলা চালিয়েছে কতিপয় শিক্ষার্থী। তারা অধ্যক্ষের বাসায় রাখা ২টি গাড়ি ও বাসার আসবাবপত্র ভাংচুর করে। হামলাকারীরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অধ্যক্ষ সুশান্ত কুমার বসু বাদি হয়ে ৪ শিক্ষার্থীর নাম উল্লে¬খ করে অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজনকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে-রাসেল, আকিব, অপু ও রাজিব।
ইন্সটিটিউট ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছর সরস্বতী পূজা উদযাপনের জন্য পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের ২০ হাজার টাকা বরাদ্দ দেন অধ্যক্ষ সুশান্ত কুমার বসু। পূজা চলাকালে রবিবার রাত সাড়ে ১১টার দিকে ইন্সটিটিউটের শিক্ষার্থী ছাত্রলীগের কয়েজন নেতাকর্মী অধ্যক্ষের বাসায় গিয়ে পূজার জন্য আরও টাকা দাবি করে। অধ্যক্ষ টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তারা বাসার গ্যারেজে রাখা দুটি মাইক্রোবাস ভাংচুর করে। হামলা চালিয়ে বাসার ভেতরের আসবাবপত্রও ভাংচুর করে। হামলাকারীরা বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে ফেললে অধ্যক্ষের বাসাসহ আশপাশ এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তবে এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। হামলার ঘটনায় ইন্সটিটিউটের অধ্যক্ষ সুশান্ত কুমার বসু কলেজের সাবেক শিক্ষার্থী রাসেল, আকীব, অপু ও রাজীবসহ কয়েকজনকে আসামী করে থানায় এজহার জমা দিয়েছেন। অভিযুক্তরা এর আগেও অস্ত্রসহ তার বাসায় দু’বার হামলা চালিয়েছিল বলে এজহারে উল্লে¬খ করেন অধ্যক্ষ। বিষয়টি নিয়ে অধ্যক্ষ এলাকাবাসীকে নিয়ে এক বৈঠক করার কথা রয়েছে আজ।
দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম খান অধ্যক্ষের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।