স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জোনাথন ট্রটকে হেড কোচ হিসেবে পেলেন নবি-রশিদ খানরা। এক বিবৃতির মাধ্যমে ট্রটের আফগান দলের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে কাজ শুরু করবেন ট্রট।
এ বছরের মার্চে ইংলিশ তারকা গ্রাহাম থর্পকে হেড কোচ হিসেবে নিযুক্ত করেছিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু রশিদ খানদের সঙ্গে বেশিদিন কাজ করা হলো না তার। দুই মাস যেতে না যেতেই মারাত্মক অসুস্থতার জন্য দায়িত্ব ছাড়তে হয়েছে তাকে। তাই অনেকটা বাধ্য হয়ে দ্রুত কোচ নিয়োগ দিল দেশটি।
এর আগে কোচিংয়ের কোনো অভিজ্ঞতা নেই জোনাথন ট্রটের। ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর এই প্রথম ক্রিকেটের সঙ্গে আবারও যুক্ত হলেন তিনি।
আফগানিস্তানের দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি জানিয়ে ট্রট বলেন, ‘দায়িত্ব পেয়ে আমি খুবই আনন্দিত। গত কয়েক বছরে ক্রিকেটে বেশ উন্নতি করে আফগানরা। যেকোনো সময় ম্যাচের ফলাফল নিজেদের করে নেওয়ার মতো অনেক ক্রিকেটার তাদের রয়েছে। তাদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’
উল্লেখ্য, ক্যারিয়ার জীবনে ৫২টি আন্তর্জাতিক টেস্টে ম্যাচে ৩৮৩৫ রান করেছেন জোনাথন ট্রট। ওয়ানডেতে চারটি সেঞ্চুরি এবং ২২টি হাফসেঞ্চুরিসহ করেছেন ২৮১৯ রান।