কমলগঞ্জে একরাতে ৩ দোকানে দু:সাহসিক চুরি

5

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের রানীরবাজারে একরাতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোর চক্র নগদ টাকাসহ মূল্যবান মালামাল সামগ্রী লুট করে নিয়ে গেছে। আরও কয়েকটি স্থানে চোররা হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গোবর্দ্ধনপুর এলাকার ধান ব্যবসায়ী সালাহউদ্দীন জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে চোর চক্র আমার ধানের দোকানের তালা ভেঙ্গে ফেলে। তবে কোন মালামাল না থাকায় কিছু চুরি হয়নি। একই রাতে পার্শ্ববর্তী রানীর বাজারে জমকান্ত ফার্ম্মেসী, সাইফুর রহমানের মোদি দোকান, সুমন দত্তের মোবাইল দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা, মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। চোর চক্র বাজারের আরও একটি দোকানে তালা ভাঙ্গার চেষ্টা করে।
শমসেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষক মোবাশ্বির আলী জানান, বৃহস্পতিবার রাতে চোর চক্র আমার বাড়িতে এসেও চুরির চেষ্টা চালায়। আমাদের সজাগ তৎপরতার কারণে চোর চক্র পালিয়ে যায়। এদিকে গত ১৪ জুলাই দিবাগত রাতে ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুমসহ চারটি কক্ষের তালা ভেঙ্গে বিদ্যালয়ের কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বলেন, ধূপাটিলা স্কুলে তালা ভেঙ্গে চুরির বিষয়টি তদন্তাধীন আছে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, রানীরবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। তবে কেউ কোন অভিযোগ দেয়নি।