জগন্নাথপুরে রাধারমণ কুঞ্জ পরিদর্শনকালে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ॥ রাধারমণের বেহাত হওয়া জায়গা উদ্ধার করা হবে

6
সুনামগঞ্জে রাধামরণ স্মৃতি কমপ্লেক্সের নির্ধারিত স্থানে আলোচনা সভায় বক্তব্য রাখছেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদ।

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে মরমি সাধক কবি রাধারমণ দত্ত পুরকায়স্থ এর বাড়িতে গিয়ে স্মৃতি বিজড়িত রাধারমণ কুঞ্জ পরিদর্শন করেছেন সরকারের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদ। এ উপলক্ষে ১৩ নভেম্বর শনিবার রাধামরণ স্মৃতি কমপ্লেক্সের নির্ধারিত স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষিকা সালেহা পারভিন ও ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জামিল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, বর্তমান প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, রাধারমণ পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, টুনু মিয়া, সাবেক পৌর কাউন্সিলর ও রাধারমণ পরিষদের সাধারণ সম্পাদক তাজিবুর রহমান, লিটন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে আগামী জুন মাসের মধ্যে রাধারমণ স্মৃতি কমপ্লেক্স নির্মাণ ও রাধারমণের বেহাত হওয়া জায়গা উদ্ধারের আশ্বাস প্রদান করেন প্রতিমন্ত্রী।