ষ্টাফ রিপোর্টার :
পরশু সোমবার পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষে নগরীর কামাররা ব্যস্ত সময় পার করছেন। তবে এবার কামারপাড়ায় দা, ছুরি, বটি তৈরির ধুম পড়লেও বাজারে এখনও জমে না উঠায় হতাশার মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা।
কালিঘাট, তোপখানা, কাজিরবাজার, আম্বরখানা, মহাজনপট্টি কামারপাড়ায় দা, ছুরি, চাপাতি, বটি তৈরিতে আগুনের তাপে ঘাম ঝরছে কারিগরদের শরীর। ইস্পাত কঠিন হাত দু’খানা আঘাত করছে লোহার বস্তুতে। শক্ত আঘাতে বদলে যাচ্ছে লোহার ধরন। তৈরি হচ্ছে মাংস কাটার অস্ত্র। কামারপাড়ার এ দৃশ্য নতুন নয়। কোরবানির ঈদকে ঘিরেই বাড়ে এ পাড়ার ব্যস্ততা। এছাড়া বন্দরবাজার, সুরমা মার্কেট ও আম্বরখানা বাজারসহ নগরীর বিভিন্ন স্থান থেকে এসব জিনিস ক্রয় করতে পারবেন ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, পুরনো ছুরি ধার দিতে ৪০ থেকে ১২৫ টাকা নেওয়া হচ্ছে। নতুন বড় ছুরির দাম পড়ছে খরচ ৭০০ থেকে ৮০০ টাকা, আর চাপাতি পাওয়া যাচ্ছে ৭০০ টাকার মধ্যে। এছাড়া ছোট ছুরি ৫০ থেকে ১০০ টাকা দরে পাওয়া যাচ্ছে। আর বটি আকারভেদে ৪০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
কাজিরবাজার এলাকার এক ব্যবসায়ী জানালেন, সারা বছর মাংস কাটার দা, বটি, ছুরি, চাপাতি প্রভৃতি বিক্রি করে যে ব্যবসা হয় তারচেয়ে কয়েকগুণ বেশি ব্যবসা হয় কোরবানির ঈদে। কিন্তু এবার বাজারে ক্রেতা কম। তাই ব্যবসা মন্দা। তবে শেষ মুহূর্তে বাজার কিছুটা জমে উঠবে বলে তিনি আশা করছেন।