করোনায় সিলেটে একজনের মৃত্যু, ১৬ জন শনাক্ত

4

স্টাফ রিপোর্টার :
সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে এক জনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যু দাঁড়াল ১ হাজার ২৪২ জনে। একই সময়ে বিভাগে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫৯৪ জনে।
শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১২, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের জেলার ১ জন রয়েছেন। এনিয়ে বিভাগে ৬৭ হাজার ৩০৮ জনের করোনা শনাক্ত হলো। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ জন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৫৯৪ জন।