গোয়াইনঘাটে মা-ছেলে খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের, আটক ১৫

6

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের গোয়ানইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে যুবক আব্দুল কাদিরকে জবাই করে এবং ধারালো অস্ত্রের আঘাতে মা হাসিনা বেগম হত্যা মামলার ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়ের হয়েছে।
নিহতের স্বামী ও বাবা আব্দুল খালিক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গোয়াইনঘাট থানার মামলা নং- ১২, তারিখ: ২০/০৭/২০২২ ইং। মামলার এজাহারে ৭৫ জনের নাম উল্লেখ আরও ৪০/৫০ জন অজ্ঞাতনামাকে আসামী করা হয়।
চাঞ্চল্যকর এই জোড়া খুনের ঘটনায় এখনও পর্যন্ত দক্ষিণ লাবু গ্রাম পুরুষ শূন্য। পুলিশের একাধিক ইউনিট দিন-রাত সমানতালে গোয়াইনঘাট সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের সর্বত্র নিয়মিত টহলের পাশাপাশি উপজেলার বাহিরেও দেশব্যাপী গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত এই চাঞ্চল্যকর হত্যা মামলায় গোয়াইনঘাট থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ১৫ জন। তার মধ্যে এজাহার নামীয় ৩নং আসামী সাজিদুর রহমান উরফে কাজী কামাল, ৪নং আসামী শাহিন আহমদও রয়েছে।
পার্শ্ববর্তী থানা কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুরসহ সিলেটের সম্ভাব্য সকল থানা এলাকায় গোয়াইনঘাটের আলোচিত এই মামলার জড়িত অপরাধীদের গ্রেফতারে সিলেট জেলা পুলিশের অভিযানও চলমান রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশসহ একাধিক ইউনিটের পুলিশ সদস্যরা এই মামলার অপরাধী গ্রেফতারে অভিযান পরিচালনা করছেন।
গোয়াইনঘাটের থানা অফিসার ইনচার্জ কে.এম নজরুল জানান, এজাহার নামীয় ৩ এবং ৪নং আসামীসহ এ মামলার ১৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপরাপর জড়িতদের অচিরেই গ্রেফতারে পুলিশের তরফে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত ১৫ জুলাই পূর্ব শত্রুতার জের ধরে লাবু গ্রামে এই খুনের ঘটনা ঘটে।