বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যার সূচনালগ্ন থেকে আমাদের ভাইয়েরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলেন। এখনো আমরা সাধ্যের সবটুকু নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি। শুরুতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু আমাদের উপকরণের সীমাবদ্ধতা ছিল। এজন্য আমরা সবার কাছে যথাসময়ে পৌঁছাতে পারিনি। এজন্য আমরা ক্ষমাপ্রার্থী। আশা করি মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের যা সাধ্য ছিল, সর্বোচ্চ সামর্থ নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। কিন্তু সুনামগঞ্জের ৩৩ লক্ষ মানুষকে তো আমরা সহায়তা করতে পারিনি। আমাদের সামর্থের হাত তো অনেক ছোট। মানুষের মাঝে খাদ্য সরবরাহ করার যত সহজ পুনর্বাসন করা তত সহজ নয়। আমাদের মাঝে কোন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান- সাঁওতাল, রাজনৈতিক দলের কোন ব্যবধান নেই; এখন সবার আগে মানবতা। এই মানবিক পরিস্থিতিতে যিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনি সবার আগে আমাদের সহযোগিতা পাবেন। মানুষকে সম্মান দেয়া, ইজ্জত দেয়া, প্রত্যেক মুমিনের উপর অবধারিত। এটি তার জন্য ফরজ। তাই আসুন, মানবতার এই কঠিন ক্রান্তিকালে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই।
তিনি শনিবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী, মৎস্য ও কৃষি খামারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক ফজলুর রহমান, সিলেট জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবীবুর রহমান, জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মৌলভীবাজার জেলা আমীর আব্দুল মন্নান, সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, হবিগঞ্জ জেলা আমীর মাস্টার আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জেলা দক্ষিণের নায়েবে আমীর ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা উত্তরের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ ঘরবাড়ী, মৎস্য ও কৃষি খামারীদের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি