শেখ একেএম জাকারিয়া
কথায় কথায় মুখের ভেতর
সব বাঙালির বুকের ভেতর
আছো তুমি রাখা,
নুনতা জল ও আঁখির ভেতর
ফুল, পরী ও পাখির ভেতর
তোমার ছবি আঁকা।
শেখ মুজিবুর নামটি তোমার
দেশ গড়া যে কামটি তোমার
তুমি পরম মিতা,
বঙ্গভূমি আসন তোমার
কাব্য যেন ভাষণ তোমার
তুমি জাতির পিতা।
বীর বাঙালি বড়াই করে
ভাষণ শোনে লড়াই করে
রক্তে ভেজে ভূমি,
এদেশটাকে মুক্ত করে
স্বাধীনতা পোক্ত করে
শ্রেষ্ঠ হলে তুমি।