বাংলাদেশের ফুটবলের অতীত ইতিহাস অত্যন্ত চমৎকার – বদরুল ইসলাম শোয়েব

51

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, বাংলাদেশের ফুটবলের অতীত ইতিহাস অত্যন্ত চমৎকার। এ ইতিহাস মাঝপথে এসে গতি হারিয়েছে। শুধু ফুটবল নয় ক্রীড়াক্ষেত্রে আমাদের এ দেশকে এগিয়ে নিতে হলে তৃণমূল পর্যায় থেকেই খেলোয়াড়দের সৃষ্টি করতে হবে। তবেই আমাদের দেশে বেশি বেশি করে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। তিনি গতকাল গোলাপগঞ্জে দ্বিতীয় উজ্জল অ্যান্ড রাহাত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নস্থ মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শেখপুর যুব সংঘ আয়োজিত এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছেন ব্রাজিল যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান উজ্জল।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি লুৎফুর রহমান মাস্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও কোচ সানোয়ার হোসেন মিয়া, শিক্ষক নেতা জহির উদ্দিন, ইউপি চেয়ারম্যান ইমরান আহমদ, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আবু সুফিয়ান উজ্জল প্রমুখ। বিজ্ঞপ্তি