দেওয়ান ফরিদ গাজী’র ৭ম মৃত্যুবার্ষিকী আজ

39

আজ ১৯ নভেম্বর রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, অবিভক্ত সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তী সংগঠক, মুক্তিযুদ্ধকালীন ৪ ও ৫ নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা এবং মুজিবনগর সরকারের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজী’র ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে জননেতা দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ সিলেট দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। তন্মধ্যে ১৯ নভেম্বর রবিবার দুপুর ১২’৩০ মিনিটে দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দেওয়ান ফরিদ গাজী’র কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও কবর জিয়ারত। বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মিলাদ মাহফিল। বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জননেতা দেওয়ান ফরিদ গাজী’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবনচরিত নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হইবে। গুণী ও বহুমুখী প্রতিভার অধিকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তী সংগঠক মরহুম জননেতা দেওয়ান ফরিদ গাজী’র ৭ম মৃত্যুবার্ষিকীতে তাঁর রাজনৈতিক সহযোদ্ধা ও অনুজ’দের আয়োজনে অনুষ্ঠিতব্য এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জননেতা মোজাফ্ফর হোসেন পল্টু। প্রধান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা আহমদ হোসেন ও এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান জননেতা এডঃ মোঃ লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি ডঃ এ,কে, আব্দুল মোমেন ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা আসাদ উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করবেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি এবং জননেতা দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের আহবায়ক জননেতা বদর উদ্দিন আহমদ কামরান। এ সকল কর্মসূচীতে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানগণ সহ সংশ্লি¬ষ্ট সকলকে অংশগ্রহণের জন্য বিনম্রভাবে অনুরোধ জানিয়েছেন মরহুম জননেতা দেওয়ান ফরিদ গাজী তনয় ও স্মৃতি সংসদের সদস্য সচিব হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী। এছাড়া নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে দেওয়ান ফরিদ গাজীর ৭ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি