জাফলংয়ে ঈদকে সামনে রেখে ট্যুরিস্ট পুলিশের প্রস্তুতি সভা

7

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পর্যটক বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে জাফলং ট্যুরিস্ট পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদ উপলক্ষে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবাদানে বিশেষ আলোচনা করা হয়।
জাফলং ট্যুরিস্ট পুলিশের ইউনিট ইনচার্জ মো. রতন শেখ’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাফলং ট্যুরিস্ট পুলিশের নবাগত পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি ও গ্রীন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক বাবলু বখ্ত, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, বৃহত্তর জাফলং সংগ্রাম পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, জাফলং ফটোগ্রাফার ও স্টুডিও মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাফলং ট্যুরিস্ট গাইড ও নৌকা চালক যুব সংঘের সভাপতি বাছির আহমদ, জাফলং টুরিস্ট গাইড ও হ্যান্ডবোট যুব সংঘের সভাপতি সুচেন্দ্র বিশ্বাসসহ ব্যবসায়ীবৃন্দ।