আলোকচিত্রী ইউসুফ আলীর উপর হামলা ॥ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ৪৮ ঘন্টা আল্টিমেটাম

43
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভায় বক্তব্য রাখছেন সভাপতি আব্দুল বাতিন ফয়সল।

এমসি কলেজ বসন্ত বরণ অনুষ্ঠানে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক সমকালের আলোকচিত্রী ইউসুফ আলী উপর হামলাকারীদের চিন্তি করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান, অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা করবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগী কমিটি। মঙ্গলবার সন্ধ্যা এসোসিয়েশনের জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক শংকর দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি নাজমুল কবির পাভেল, সাবেক সাধারণ সম্পাদক আশকার আমীন লস্কর রাব্বী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম, এসএম রফিকুল ইসলাম সুজন। সভায় দায়িত্বপালন কালে ইউসুফ আলীসহ চার সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান নেতৃবন্দ। আলোকচিত্রী ইউসুফ আলীর উপর হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুণ, অন্যতায় ঐক্যবন্ধ ভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি