জগন্নাথপুরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ত্রাণ বিতরণ

11

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা বেগমের নিজ উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩ জুলাই রবিবার উপজেলার পাঠকুরা গ্রাম এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা বেগম ও তার স্বামী ডা. আজিজুর রহমান। এতে পরিবার প্রতি ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ ও ১ কেজি লবণ করে ৩০টি পরিবারে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পেয়ে অসহায় মানুষ অনেক খুশি হন।
যদিও জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন বন্যার কারণে স্থগিত করা হয়েছে। তবুও অসহায় মানুষের পাশে থেকে সাধ্যমতো সহায়তা করছেন সেলিনা বেগম ও তার স্বামী ডা.আজিজুর রহমান। এতে কিছুটা হলেও দুর্গত মানুষ উপকৃত হচ্ছেন।