মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার বিকাল ৩টায় সিলেট সিটি পয়েন্ট থেকে বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সহ সভাপতি অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবেরের যৌথ পরিচালনায় চৌহাট্টা পয়েন্টে অনুষ্ঠিত র্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, অবৈধ ও অগণতান্ত্রিক আওয়ামী বাকশালী সরকার বিদেশীদের তাঁবেদারীতে লিপ্ত হওয়ায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। তিনি বলেন, বিজয়ের এই মাসে দেশবাসী আনন্দ উল্লাস করার কথা কিন্তু দেশের জনগণের উপর স্বৈরাচারের কালো ছোবল থাকায় দেশবাসী বিজয়ের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরো বলেন, দেশ ও জাতিকে শোষণ এবং স্বৈরাচার মুক্ত করতে বিজয়ের মাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অবৈধ সরকারের পতন ঘটনানোর জন্য আমাদেরকে শপথ নিতে হবে। জনগণের আন্দোলনের মাধ্যমে এই জালিম সরকারের পতন ঘটানো ছাড়া আমাদের আর কোন বিকল্প নেই। সমাবেশে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। পাশাপাশি বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জননেতা এম. ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বক্তারা সিলেট বিএনপিকে ষড়যন্ত্রকারীদের কবল থেকে রক্ষা করতে দলের নিবেদিত প্রাণ নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শমসের মুবিন কর্তৃক গঠিত সিলেট মহানগর বিএনপি’র পকেট কমিটি বাতিলের দাবি জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সহ সভাপতি তারেক আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, বিএনপি নেতা কামাল মিয়া, সুলেমান হোসেন, এডভোকেট আশিকুর রহমান, আলী আকবর ফকির, আবুল হোসেন, লিয়াকত আলী, আজমল হোসেন, খসরুজ্জামান খসরু, কবির আহমদ, সেলিম আহমদ, জয়নাল আহমদ রানু, আরিফ ইকবাল নেহাল, জাকির হোসেন, লল্লিক আহমদ, আব্দুল ওয়াহিদ সুহেল, আব্দুস সহিদ, মওদুদুল হক মওদুদ, মতিউল বারী চৌধুরী খুর্শেদ, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, আমিনুল হক বেলাল, আলতাফ হোসেন বেলাল, অর্পণ ঘোষ, আব্দুল হান্নান, রায়হাদ বক্স রাক্কু, শামীম আহমদ, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, জুনেদ আহমদ জামাল, তছির আলী, লোকমান আহমদ, ইজ্জাদ আলী, রিনুক আহমদ, জিয়াউর রহমান দীপন, লায়েছ আহমদ, মঈনুল হক স্বাধীন, কয়েছ আহমদ সাগর, আব্দুর রব, ফয়ছল মাহমুদ, মির্জা সম্রাট, কাওছার আহমদ রানা, দেওয়ান নিজাম খান, মুহিদ হোসেন, আবদুল কাইয়ুম, কাহের আহমদ, দেলোয়ার হোসেন, জাবেদ আহমদ জীবন, কামাল হোসেন, ইমু চৌধুরী, হামিদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি