জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় নৌকাডুবিতে আনকার মিয়া (২৮) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাটলি ইউনিয়নের সাতহাল গ্রামের মুক্তার মিয়ার ছেলে।
গত শনিবার বন্যা চলাকালীন সময়ে ভারি বৃষ্টিতে ভিজে জগন্নাথপুর বাজার থেকে আনকার মিয়া সহ ৪ জন সাতহাল যাওয়ার পথে স্থানীয় সাচায়ানী এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় অন্যরা কোন রকমে সাঁতার কেটে প্রাণে রক্ষা পেলেও আনকার মিয়া নিখোঁজ হয়ে যান। ঘটনার ২ দিন পর সোমবার হতভাগ্য আনকার মিয়ার লাশ পানিতে ভেসে উঠে। পরে লাশটি উদ্ধার করে পরিবারের লোকজন দাফন করেন।
এদিকে-২২ জুন বুধবার জগন্নাথপুর বাজার থেকে ইছগাঁও নিজ বাড়িতে যাওয়ার পথে স্টিলব্রিজ নামক স্থানে পানির স্রোতে শানুর মিয়া নামের এক বৃদ্ধ তলিয়ে যান। তিনি ইছগাঁও গ্রামের বাসিন্দা। নিখোঁজ ব্যক্তির ছেলে শেখরুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। ২৪ জুন শুক্রবার পর্যন্ত আমার পিতাকে পাওয়া যায়নি। ইঞ্জিন নৌকা দিয়ে খোঁজাখুঁজি চলছে।