সাবেক মেয়র কামরানের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল

11

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা বদর উদ্দিন আহমদ কামরানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গুলশান হোটেলে গ্রেনেড হামলায় নিহত মহানগর আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহীম এর ছোট ভাই বন্দর বাজারের বাবলা এন্ড ব্রাদার্স এর স্বত্তাধিকারী হাজী মো. রফিকুল আলমের উদ্যোগে সোমবার (১৩ জুন) বাদ যোহর নগরীর মজুমদারপাড়াস্থ জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মজুমদারপাড়া মাদ্রাসা ও তার বাসভবনে এই খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মজুমদারপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ক্বারী মোজ্জাম্মিল হোসাইন চৌধুরী ও বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শাহ আলম।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, সিসিকের ১০নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, চট্টগ্রাম সমিতি সিলেটের সভাপতি প্রকৌশলী জসিম উদ্দিন, সিলেট সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সোনা মিয়া মউর, সিলেট মহানগর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড সভাপতি মুহিবুর রহমান সাবু, ১০নং ওয়ার্ড সভাপতি শেখ সুরুজ আলম, ১১নং ওয়ার্ড সভাপতি সালাউদ্দিন বক্স সালাই, মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী আছমা বেগম, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম বাবু মিয়া, জুনাব আলী, বিরাম উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা হোসেন আহমদ রাসেল, সাবেক কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিফতাউল হোসেল লিমন, মরহুম ইব্রাহীমের ছোট ভাই মো. জাফর, আমিনুল ইসলাম বাবলা, মোমিনুল ইসলাম বাবর, মো. রুহুল আলম, আলী রেজা সাজু সহ এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি