আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
ভাটি অঞ্চলের কুখ্যাত ডাকাত সন্ত্রাসী একাধিক মামলার দীর্ঘদিনের পলাতক আসামী আব্দুল মালিক ওরফে ডাকাত মালেককে জেলহাজতে প্রেরণ করেছে সুনামগঞ্জের আদালত। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
সুনামগঞ্জের দিরাই থানার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুরিয়ারপার গ্রামের সাহেব আলীর পুত্র আব্দুল মালেক ওরফে ডাকাত মালেক আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (দিরাই) আদালতে বিচারাধীন জিআর ৮৯/১৬, জিআর ৮৩/২০১৬, জিআর ১৭৭/২০১৫, জিআর ১৩১/২০১২, জিআর ৭৩/২০১১, জিআর ১১৯/২০১০, জিআর ৭১/২০১০, জিআর ৮০/২০০৯, জিআর ৫৮/২০০৮, জিআর ১৭/২০০৭, জিআর ৬৮/২০০৬ সহ একাধিক মামলার আসামী। জগন্নাথপুর উপজেলার হবিবপুর শেখপাড়া গ্রামের ফখরুল ইসলাম বাদী হয়ে মামলা নং ৯ তাং ১৭/৭/২০১২ইং দায়ের করলে জগন্নাথপুর থানা পুলিশ ডাকাত মালেককে আসামী করে বিজ্ঞ আদালতে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৩৯৫/৩৯৭ ধারায় অভিযোগপত্র নং ৬ তাং ৩১/৩/২০১৩ইং দাখিল করেন। যার দায়রা ৩৮৪/২০১৬ জিআর ১৫৩/২০১২ (জগন্নাথপুর)।
উপজেলার কুলঞ্জ ইউনিয়নের দক্ষিণ নাগেরগাঁও নিবাসী সুবল দাশ বাদী হয়ে ডাকাত মালেকের বিরুদ্ধে দিরাই থানায় মামলা নং ৬ (জিআর১৭৩/২০১৫) তাং ৫/১১/২০১৫ ইং দায়ের করলে পুলিশ ডাকাত মালেকের বিরুদ্ধে ১৪৩/৪৪৮/৪৩৬/৩৪২/৩৭৯/৩৮০/৫০৬/৩৪ ধারায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র নং ১৩৯ তাং ২৮/১২/২০১৫ দাখিল করে। সর্বশেষ গ্রামের সাবেক ইউপি সদস্য ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবি আবুবক্কর সাগরের উপর হামলার ঘটনায় দায়েরকৃত দিরাই থানার মামলা নং ৭ (জিআর ১৩৩/২০১৬) তাং ১৮/৮/২০১৬ মামলায় গত ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়।