স্টাফ রিপোর্টার :
সারা দেশের ন্যায় করোনা টিকা প্রতিরোধক টিকার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে পুরো এক সপ্তাহ অর্থ্যৎ আগামী ১০ জুন পর্যন্ত।
শনিবার সকাল ৯টা থেকে মহানগরীর নির্ধারিত টিকাকেন্দ্র ও সিসিকের সকল কাউন্সিলর কার্যালয়ে বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত মহানগরীতে মোট ৩ হাজার ১২৪ জন নারী-পুরুষ বিশেষ এই ডোজ গ্রহণ করেছেন।
সিসিকে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, কার্যক্রমের প্রথম দিন মর্ডানা ৩য় ডোজ নিয়েছেন মোট ৩ হাজার ৮০ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৫২০ ও মহিলা ১ হাজার ৫৬০ জন। আর ফাইজার ৩য় ডোজ নিয়েছেন ৪৪ জন। এরমধ্যে পুরুষ ২৪ ও মহিলা ২০ জন।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ১৮ বছর ও তদুর্ধ্ব সব নাগরিক যারা আগে দুই ডোজ টিকা নিয়েছেন এবং চার মাস পূর্ণ হয়েছে তাদেরকে তৃতীয় ডোজ টিকা নিতে আহবান জানিয়েছেন।
মহানগরীর সকল টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। টিকা গ্রহণের ক্ষেত্রে সবাইকে নিজ নিজ টিকা কার্ড সঙ্গে নিতে হবে।