বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুন) বিকাল ৬টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন বেলাল হোসেন, হারুন মিয়া, পিন্টু জাদব, মনজুর আহমদ, মামুন বেপারি, মানিক মিয়া, সুরুজ আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, করোনাকালীন এই সময়ে মানুষের আয় কমেছে, অন্যদিকে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সম্পূর্ন ব্যর্থ হয়েছে।
বক্তারা বলেন, কুইক রেন্টাল এর নামে বিদ্যুৎ ব্যবসায়ীদের সুবিধা দেয়া, সিস্টেম লস এর চুরি এবং কেনাকাটার নামে লুটপাটের দায় জনগণের উপর চাপিয়ে দিয়ে বারবার বিদ্যুতের দাম বৃদ্ধির করা হলেও দুর্নীতি লুটপাট বন্ধ হচ্ছে না। বক্তারা বিদ্যুতের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি