স্পোর্টস ডেস্ক :
স্বদেশি অ্যালান ডোনাল্ডকে নিয়ে উচ্ছ্বসিত রাসেল ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের সব সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার অ্যলান ডোনাল্ডকে তার কোচিং স্টাফ হিসেবে পেয়ে দারুণ খুশি টাইগার হেড কোচ।
শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে মিডিয়ার সাথে আলাপে ফুটে উঠেছে তার এমন মনোভাব। ডোনাল্ডের নিয়োগ নিয়ে কথা বলতে গিয়ে দক্ষিণ আফ্রিকান ডোমিঙ্গো শুরুতেই বলেন, ‘ডোনাল্ড একজন অভিজ্ঞ কোচ। সে বহু দলের হয়ে কাজ করেছে।’
তার নিজের ডোনাল্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে জানিয়ে ডোমিঙ্গো বলেন, ‘আমার ডোনাল্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। সে একজন দারুণ মানুষ।’
দক্ষিণ আফ্রিকান ক্রিকেট ইতিহাসের সব সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার ডোনাল্ডকে বেশ অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে ডোমিঙ্গো বলেন, ‘ডোনাল্ড খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা প্রতিভা।’
ডোমিঙ্গোর বিশ্বাস ডোনাল্ডের অন্তর্ভূক্তিতে তার তথা বাংলাদেশের কোচিং প্যানেলে এক নতুনত্ব ও বৈচিত্র্যের দেখা মিলবে। ডোনাল্ডের মেধা ও প্রজ্ঞার ভুয়সি প্রশংসা করে টাইগার হেড কোচ যোগ করেন, ‘তার স্কিল দারুন এবং সে খুব ভাল করেই জানে উপমহাদেশ এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় কিভাবে সফল হওয়া যায়।’
পেস বোলিং কোচ ডোনাল্ডের সাফল্য কামনা করে ডোমিঙ্গো বলেন, ‘সে বোলার হিসেবে খুবই সফল ছিল এবং আমার বিশ্বাস সে তার খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করবে।’