জকিগঞ্জের সুরমা, কুশিয়ারা ও বরাক নদীর ত্রিমোহনা বেড়িবাঁধ নির্মাণ করতে হবে ——-আল্লামা শায়খ যিয়া উদ্দীন

8

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দীন বলেছেন, এবারের ভয়াবহ বন্যায় সিলেটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগণিত মানুষের বাড়ীঘর নষ্ট হয়ে গেছে। গণমানুষের বসতভিটা ও জমাজমির সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে দ্রুত জকিগঞ্জের সুরমা, কুশিয়ারা ও বরাক নদীর ত্রিমোহনা সংলগ্ন আমলশিদে শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
তিনি ৩০ মে সোমবার সিলেটের বন্যার্ত অসহায় মানুষদের মাঝে কেন্দ্রীয় জমিয়তের দিনব্যাপী ত্রাণ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের সর্বশেষ স্পট আমলশিদে সরকারের উদ্দেশ্যে এসব কথা বলেন।
৩০ মে সোমবার সকাল ৮টা হতে কেন্দ্রীয় জমিয়তের একটি শক্তিশালী প্রতিনিধি দল সিলেট জেলা জমিয়তের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্পটে দুর্দশাগ্রস্ত অসহায় অনেক পরিবারকে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
কোন কোন স্পটে জমিয়ত নেতৃবৃন্দ গৃহ নির্মাণ সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যও বিতরণ করেন।
এসব স্পটে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানসহ ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুব বিষয়ক সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানী, যুব জমিয়ত বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মাওলানা ইসহাক কামাল, সিলেট জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মহানগর সভাপতি মাওলানা খলীলুর রহমান, সহ সভাপতি মাওলানা হাফিজ ফখরুজ্জামান, সিলেট জেলা সহ সভাপতি মাওলানা আবদুল মুছব্বির কলাবাড়ী, মাওলানা আবদুল আজীজ ফারুকী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহকারী সম্পাদক গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দীন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইবাদুর রহমান, জৈন্তাপুর উপজেলা সভাপতি মাওলানা কুতুব উদ্দীন, জকিগঞ্জ উপজেলা সাধারন সাধারণ সম্পাদক মাওলানা মাহমূদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ, জেলা ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক লুকমান হাকীম, ইমরান মাহমুদ, তাহমীদ হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি