সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের জনজীবন বিপর্যস্ত হলেও এ নিয়ে ক্ষমতাসীন সরকারের কোন মাথা ব্যাথা নেই। তারা বন্যার্ত মানুষকে ত্রাণ না দিয়ে উল্টো পুলিশ দিয়ে লাঠিপেটা করেছে। এই সরকারের জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। ফ্যাসিস্ট সরকারের সীমাহীন জুলুম নিপীড়ন উপেক্ষা করে বিএনপি আর্ত মানবতার কল্যাণে পাশে রয়েছে। কিন্তু সরকার দলের মন্ত্রী এমপি ও নেতাকর্মীরা ত্রাণের নামে ফটোশেসনে ব্যস্ত রয়েছে। বিভিন্ন স্থানে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমছেনা। এদিকে সরকারের কোন দৃষ্টি নেই। মানবিক দৃষ্টিকোন থেকে হলেও অবিলম্বে বন্যার্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণ ও বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করুন। অন্যথায় জনতা সকল অন্যায় অপকর্মের সমুচিত জবাব দিতে বাধ্য হবে।
তিনি রবিবার সিলেট জেলা বিএনপির উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর, পশ্চিম ইসলামপুর, উত্তর রণিখাই সহ ৬টি ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মনাফ, সহ-সভাপতি হাজী উমর আলী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ডা. নুরুল আমীন, শুক্কুর আলী, বিএনপি নেতা এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ, মনির হোসেন, নুরুল মুত্তাকিন বাদশা, যুবদল নেতা আব্দুল্লাহ শফি সাহেদ, মাহবুব আলম, কল্যাণ জ্যোতি বিশ্বাস জয়, মনোজ দেব, শাহিন আলম জয়, কয়েছ আহমদ, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, রাজন মিয়া, এমদাদুর রহমান এমদাদ, আব্দুল্লাহ আল মামুন, আবু আল হেলাল, সদস্য হেলাল মিয়া, মাসুদ রানা, মাসুক মিয়, ওয়াছি মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, ছাত্রদল নেতা আলমগীর হাবীব শাহীন, মকসুদ আহমদ, আল আমিন সরোয়ার ও পলাশ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি