স্টাফ রিপোর্টার :
শহরতলীর মইয়ারচর ও দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জালালাবাদ থানার উমাইরগাঁও জাঙ্গালীফৌদ গ্রামের আতাউর রহমানের পুত্র ফয়েজ আহমদ (২৯) ও দক্ষিণ সুরমা থানার দক্ষিণ ভার্থখলা স্বর্ণালী ডি/২৬’র মো: শাহ আলমের স্ত্রী অঞ্জনা বেগম (৩০)। বর্তমানে সে বরইকান্দি ১নং রোডের জামাল উদ্দিনের কলোনীর ভাড়াটে।
পুলিশ জানায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জালালাবাদ থানার পুলিশের একটি দল জালালাবাদ থানার মইয়ারচর সাকিনের মইয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে বাদাঘাট-তেমূখী পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছে। গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফয়েজ আহমদকে গ্রেফতার করলেও তার অপর সহযোগী পালিয়ে যায়। এ সময় ফয়েজের কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করে। পরে তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়।
এদিকে, গত বুধবার রাত সোয়া ৯ টার দিকে দক্ষিণ সুরমা থানার বরইকান্দি ১নং রোডের কাজিরখলাস্থ জামাল উদ্দিনের ভাড়াটিয়া অঞ্জনা বেগমের ঘরের ভিতর হতে মাদক ক্রয়-বিক্রয় করছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে এক দল পুলিশ সেখানে অভিযান চালিয়ে অঞ্জনা বেগমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধর ও জব্দ করা হয়। পরে এ ব্যাপারে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।