কানাইঘাটে তথ্য অধিকার আইনের উপর প্রশিক্ষণ ॥ যে কোন তথ্য জানার অধিকার রয়েছে সবার

33

কানাইঘাট থেকে সংবাদদাতা :
বাংলাদেশ তথ্য কমিশন ও কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, ইউ.পি সচিব, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিয়ষক এক প্রশিক্ষণ কর্মসূচী গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অথিতি ছিলেন তথ্য কমিশন এর উপ-পরিচালক (গ.প্র.প্র) সিরাজুল ইসলাম। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সিরাজুল ইসলাম তথ্য অধিকার আইন ২০০৯ এর সুফল এর প্রতিকার, সরকারী দপ্তর, বেসরকারী প্রতিষ্ঠান এবং সরকারী ও বিদেশী অর্থায়নে পরিচালিত হয় এমন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জবাবদিহিতার বিষয় তোলে ধরে বলেন আপনারা হচ্ছেন জনগনের সেবক। তথ্য অধিকার আইনে নাগরিকদের প্রদত্ব সকল সেবাসহ যে কোন তথ্য নির্দিষ্ট নিয়মে সকল প্রতিষ্ঠানের প্রধানকে যে কেউ চাইলে দিতে হবে। এ জন্য প্রতিটি অফিসে একজন কর্মকর্তা নিয়োগ দিতে হবে। তথ্য প্রদানে কোন কর্মকর্তা অনিহা অথবা অবহেলা করলে তথ্য কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে। এ আইন নাগরিকদের জন্য করা হয়েছে যাতে করে তারা যে কোন তথ্য চাইলে সংশ্লিষ্ট দপ্তরকে দিতে হবে। প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন, তথ্য অধিকার আইনের সকল ধারা বাস্তবায়ন করতে পারলে তথ্য প্রবাহ নিশ্চিত, জনগণের ক্ষমতায়ন, স্বচ্ছতার জবাবদিহিতার প্রতিষ্ঠা, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণকারীদের মাঝে তথ্য অধিকার সহায়িকা, পরিপত্র নির্দেশিকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, থানার ওসি (তদন্ত) মোঃ নুনুমিয়া।