জগন্নাথপুর বাজারে ড্রেনের কাজ শেষ, শুরু হচ্ছে গলির রাস্তা নির্মাণ

11

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী জগন্নাথপুর সদর বাজারের ভেতরে ড্রেনের কাজ শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে বাজারের গলির রাস্তা নির্মাণ।
জানা গেছে, অল্প বৃষ্টিপাত হলেই জগন্নাথপুর ভেতর বাজারের গলিগুলোতে পানি জমে জলাবদ্ধতা ও কাঁদায় পরিণত হয়। এসব কাঁদা পানি মাড়িয়ে মানুষ চলাচল করেন। যুগযুগ ধরে এমন ভোগান্তির শিকার হয়ে আসছেন বাজারে আসা ক্রেতা ও ব্যবসায়ীরা।
অবশেষে জনভোগান্তি লাঘবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্টায় জগন্নাথপুর পৌর শহরের উন্নয়নে ৫০ কোটি টাকার ড্রেনেজ প্রকল্প আসে। এ প্রকল্পের আওতায় ৬০ লাখ টাকা ব্যয়ে জগন্নাথপুর ভেতর বাজারে ৩৬০ মিটার ড্রেন নির্মাণ করা হয়। গত প্রায় এক মাস আগে ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে। এর মধ্যে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাতে বাজারের গলিতে জলাবদ্ধতা ও কাঁদার কারণে ভোগান্তির শিকার হন বাজারে আসা মানুষ। এতে ড্রেন উঁচু হওয়া নিয়ে ১৬ মে সোমবার সরেজমিনে ভূক্তভোগী জনতা ক্ষোভ প্রকাশ করেন।
তবে এ বিষয়ে ক্ষুব্ধ মানুষের ভুল ধারণা পরিস্কার করে দিলেন জগন্নাথপুর উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার। জানালেন ড্রেন উঁচু করার কারণ। তিনি বলেন, মাননীয় পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্টায় ৫০ কোটি টাকা প্রকল্পের আওতায় জগন্নাথপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জগন্নাথপুর ভেতর বাজারে ৬০ লাখ টাকা ব্যয়ে ৩৬০ মিটার ২ ফুট উঁচু ড্রেন নির্মাণ কাজ গত এক মাস আগে শেষ হয়েছে। তবে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে কাল মঙ্গলবার থেকে দেড়ফুট উঁচু পাকা রাস্তা নির্মাণ কাজ শুরু হচ্ছে।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, জগন্নাথপুর ভেতর বাজারের উন্নয়ন কাজ এখনো শেষ হয়নি। চলমান রয়েছে। সবে ড্রেনের কাজ শেষ হয়েছে। এখন গলির রাস্তা পাকাকরণ হবে। এ রাস্তা হয়ে গেলে ড্রেনের সাথে আর থাকবে না উঁচু নিচুর পার্থক্য। গলিতে জমে থাকবে না কাঁদা। কষ্ট পেতে হবে না মানুষকে। কাজ শেষ হওয়ার সময় পর্যন্ত মানুষকে ধর্য্য রাখতে হবে।