রিয়াজ মাহমুদ রাতুল

14

বৃষ্টির গান :

এই থামে এই নামে অঝোরে বৃষ্টি,
যদ্দুর দেখি আহা! থামেনা তো দৃষ্টি।
আলোছায়া, ঝড়ো হাওয়া ভয়ভয় লাগে
রিমঝিম বৃষ্টিতে প্রেম ভাব জাগে!

বিজলির ঝলকানি শিউরে উঠি,
মনেমনে কবিতার খোঁজে আমি ছুটি।
কিছু কথা লিখে ফেলি কিছু রয় বাকি,
বৃষ্টির সুরে আমি কান পেতে থাকি।

সুরের ওই মূর্ছনায় নেচে ওঠে প্রাণ,
গুণগুণ সুরে গাই বৃষ্টির গান…
‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর, নদে এলো বান
শিব ঠাকুরের বিয়ে হল, তিন কন্যে দান।’