মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মাধবকুন্ড জলপ্রপাত ও ইকোপার্কের প্রবেশ সড়কে এলোমেলো গাড়ি পার্কিংয়ের দায়ে পর্যটকবাহী ৭ যানবাহনকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করেছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত ও অন্যতম ইকোপার্ক মাধবকুন্ডে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা ঘুরতে আসছেন। এ সময় অনেকে মাধবকুন্ডের প্রবেশ সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং আগত পর্যটকদের যাতায়াতে প্রতিবন্ধকতা দেখা দেয়। এ নিয়ে বিভিন্ন সময় পর্যটক ও স্থানীয়দের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সড়ক পরিবহন আইনে ৭ ব্যক্তিকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে।