ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ভয়াবহ বন্যার আশংকা, পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে এগোচ্ছে। তলিয়ে গেছে ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক, জাউয়া-ছাতক সড়ক, তাজপুর-নুরুল্লাহপুর, বঙ্গবন্ধু সড়ক, মুক্তিরগাঁও সড়কসহ অন্তত অর্ধশতাধিক কাঁচা-পাকা সড়ক বন্যার পানিতে তলিয়ে গিয়ে যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পৌরশহরের মাছবাজার, পুরাতন কাষ্টম, সোহরাব নগর হাসপাতাল রোড, চরেরবন্দ, জালালিয়া আলিম মাদ্রাসা, কানাখালীসে পানি ডুকে পড়েছে। বর্তমানে সুরমা নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার, চেলা নদীর পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার ও পিয়াইন নদীর পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শতকরা ৮০ভাগ রোপা-আমন জমি ও বীজতলা ইতিমধ্যেই বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকায় হাঁস-মুরগী, গবাদি পশু ও মৎস্য খামারীরা পড়েছেন বিপাকে। বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েকটি মৎস্য খামার। অন্যান্য খমারের মাছ ধরে বাজারে বিক্রি বিক্রি করে দিচ্ছেন বলেও জানাগেছে। উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এসব পানিবন্দী মানুষের জন্য এখনো সরকারী-বেসরকারী ত্রাণ সামগ্রী বিতরণ করার খবর পাওয়া যায়নি। খোলা হয়নি বন্যা কবলিত মানুষের জন্য কোন আশ্রয় কেন্দ্র। উপজেলা অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করায় অঘোষিতভাবে বন্ধ রাখা হয়েছে পাঠদান। এদিকে ছাতকের ইসলামপুর ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি ইউনিয়নের রহমতপুর, ছৈদাবাদ, ছনবাড়ি, বনগাঁও, রাবারড্যাম বাজারসহ বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শ ও বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। বিকেলে ছনবাড়ি বাজারে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এম পি মুহিবুর রহমান মানিক বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসনামলে কেউ না খেয়ে থাকবে না। সরকারের রিজার্ভে প্রচুর পরিমাণ খাদ্যসামগ্রী মজুদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে খাদ্যাভাব দেখা দেয়ার মতো কোন পরিবেশ সৃষ্টি হবে না। কেউ যদি কৃত্রিম সম্যা সৃষ্টি করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সরকার অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষীদের পাশে দাঁড়িয়েছে। সুনামগঞ্জ জেলাসহ ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের মানুষদের পর্যাপ্ত পরিমাণে সরকারী সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। কৃষকদের কল্যাণে সরকার সার, বীজসহ কৃষি সামগ্রী প্রদানে আন্তরিকভাবে কাজ করছে। তিনি আরো বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শোকসভায় যোগদান করার জন্য তিনি নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি। ইউপি আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হোকমের সভাপতিত্বে ও সামছুজ্জামান রাজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুস সহিদ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ও যুক্তরাজ্য প্রবাসি রফিকুল ইসলাম কিরণ প্রমুখ।