স্পোর্টস ডেস্ক :
ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে স্বাচ্ছন্দবোধ করলেও টেস্ট নিয়ে কিছুটা অনাগ্রহ রয়েছে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের। তাই তাকে টেস্ট নিয়ে খুব একটা চাপ দেওয়াও হয় নাই। কিন্তু প্রয়োজন পড়লে মোস্তাফিজকেও টেস্ট খেলতে হবে। রাজধানীর এক পাঁচতারকা হোটেলে বিসিবির ইফতার অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে খেলার সুযোগ পেয়েছেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। বল হাতে খুব একটা উইকেটের দেখা না পেলেও কিপটে বোলিংয়ের জন্য নিয়মিতই মাঠে দেখা যাচ্ছে তাকে।
একদিকে মোস্তাফিজ আইপিএল নিয়ে ব্যস্ত, অন্যদিকে দেশের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। তো আসন্ন সিরিজের ফিজ খেলবেন কিনা- এ নিয়ে জানার আগ্রহ সবার।
বিসিবির ইফতারে মোস্তাফিজকে নিয়ে বিসিবি বস পাপন বলেন, ‘মোস্তাফিজ টেস্ট খেলছে না। আমাদের কাছে তাসকিন, শরিফুল, ইবাদত আছে৷ তবে আমাদের যখন তাকে দরকার হবে, তখন অবশ্যই সে টেস্ট খেলবে। সে অবশ্যই খেলবে।’