বাবা ও খোকা :
নদীর তীরে নামছে খোকা
বাবার হাতটি ধরে
নতুন জলে শিখবে সাঁতার
দারুণ মজা করে।
বলল খোকা বাবার কাছে
দিও না হাতটি ছেড়ে
ধরবে আমায় দুষ্টু কুমির
একটা ঝাপটি মেরে।
আদর করে বাবা বলেন
ভয় করো না কিছু
খুব গতিতে হাত পা ছাড়ো
ধরছি বাবা পিছু।
নদীর জলে সাঁতার শিখে
খোকা ভীষণ খুশি
ভয় করে না দুষ্টু কুমির
মারবে পেলে টুসি।