ব্যাটারি চালিত যানবাহন চলাচলে সুপ্রিম কোর্টের রায়ে সিলেটে আনন্দ মিছিল

10
ইঞ্জিবাইক সহ ব্যাটারিচালিত যানবাহন মহাসড়ক ব্যতীত সর্বত্র চলাচলে সুপ্রিম কোর্টের রায় পাওয়ায় নগরীতে রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেটের উদ্যোগে আনন্দ ও বিজয় মিছিল বের করা হয়।

ইজিবাইকসহ ব্যাটারিচালিত সকল যানবাহন মহাসড়ক ব্যতিত সারাদেশে সর্বত্র চলাচলে সুপ্রিম কোর্টের রায় পাওয়ায় সিলেটে আনন্দ ও বিজয় মিছিল করেছে রিক্সা, ব্যাটারি রিক্সা- ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।
বুধবার (১৩ এপ্রিল) সারাদেশে সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর ও জেলা শাখার উদ্যোগে দুপুর আড়াইটায় আম্বরখানাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে আনন্দ ও বিজয় মিছিল শুরু হয়ে নগরীরর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগ্রাম পরিষদের মহানগর সংগঠক প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক ও সংগঠনের উপদেষ্টা আবু জাফর। সমাবেশ পরিচালনা করেন সংগ্রাম পরিষদের নেতা মন্জু আহমদ।
সমাবেশে কমরেড আবু জাফর মহামান্য সুপ্রিম কোর্টের রায় পাওয়ায় স্বস্তি প্রকাশ করে বলেন, অবিলম্বে, ইজিবাইক সহ থ্রি হুইলার জাতীয় সকল যানবাহন চলাচলে সরকার প্রনিত নীতিমালা ২০২১ এর চূড়ান্ত ও কার্যকর করে ব্যাটারি চালিত সকল যানবাহনের বি আর টি এ কর্তৃক লাইসেন্স, রুট পারমিট প্রদান করতে হবে।
তিনি মহাসড়কে ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলে পার্শ রোড নির্মাণ সহ সংগ্রাম পরিষদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন, হারুন মিয়া, এমাদুল ইসলাম, শহিদুল আহমদ, শহিদুল ইসলাম, তাজুল ইসলাম, খোকন মিয়া, জলিল মিয়া, সাহেদ আহমদ, সাগর আহমদ. বেলাল মিয়া, ইয়াছিন আহমদ, অরুন দাস, সুরুজ আলী, দানেশ আহমদ, মানিক মিয়া, তাহের আলী, মাসুক মিয়া, দেলোয়ার আহমদ, শরিফ মিয়া, বাচ্চু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি