চৈত্রালী বৃষ্টি :
চৈত্রের শেষ প্রহরে বৃষ্টিতে
ভিজে মাটির নেশা ভরা গন্ধে,
জেগে উঠে জীবন নতুন ছন্দে,
পরছে বারি আমের মুকুল লিচুর ফুল ছুয়ে,
শেষ রাতে বৃষ্টিতে সুপারি পাতা যাচ্ছে নুয়ে,
নয়নতারায় জমেছে বিন্দু বিন্দু জল,
জল পেয়ে পরম আনন্দে হাসছে তৃনের দল,
বৈশাখী আগমনী সুর বাতাসে ভাসে,
চারিদিক ছেয়ে আছে মিষ্টি আবেশে,
প্রকৃতি যেন এমনি স্নিগ্ধ শান্ত রয়,
পুরো রমজান যেন সুধাময় হাওয়া বয়,
চৈত্রালী বৃষ্টিতে আজ হয়েছে উতলা মন,
খুঁজে পাক শান্তির ঠিকানা কেটে যাক অশুভ ক্ষণ।