স্টাফ রিপোর্টার :
নগরীতে করোনার টিকা পেলেন আরও ৩ হাজার ৫৮ জনকে। গতকাল সোমবার সিলেট সিটি করপোরেশনের টিকাদান কেন্দ্র সিলেট পুলিশ হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরভবনে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে এসব টিকা দেয়া হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদ হোসেন সুমন।
তিনি জানান, পুলিশ হাসপাতাল কেন্দ্রে এদিন মডার্নার দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে ৩০৫ জনকে। এদের মধ্যে পুরুষ ১৮৮ ও মহিলা ১১৭ জন। এই কেন্দ্রে সিনোফার্মের প্রথম ডোজ দেয়া হয়েছে ৩০১ জনকে। এদের মধ্যে পুরুষ ১৮০ ও মহিলা ১২১ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মডার্না টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে মোট ১৩৯৫ জনকে। এদের মধ্যে রয়েছেন পুরুষ ৯০১ ও মহিলা ৪৯৫ জন। এই কেন্দ্রে সিনোফার্মের প্রথম ডোজ দেয়া হয়েছে মোট ১০০৯ জনকে। এদের মধ্যে পুরুষ ৬১৯ ও মহিলা ৩৯০ জন। এছাড়া এই কেন্দ্রে সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে মোট ১৯ জন নারী পুরুষকে।
এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের অস্থায়ী কেন্দ্রে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে মোট ২৯ জনকে। এদের মধ্যে পুরুষ ১৭ ও মহিলা ১২ জন রয়েছেন।