রোজা মানে :
রোজা নয় সারাদিন
উপোসের নাম
বাদ দিয়ে বসে থাকা
সব আঞ্জাম।
রোজা মানে আমলের
প্রশিক্ষণ নেয়া
দ্বীনের সঠিক পথে
আকিদার খেঁয়া।
সংযমী হতে শেখা
সদা সব কাজে
না করা এমন কিছু
কেউ পড়ে লাজে।
ইসলামে পাঁচ স্তম্ভের
এক হল রোজা
রোজা রেখে মুত্তাকী
হওয়া খুব সোজা।
রোজার পুরষ্কার প্রভূ
দিবেন নিজ হাতে
বান্দা খুব খুশি হবে
সন্দেহ নাই তাতে।