জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের উদ্যোগে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও নলজুর নদী খননের নামে লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল বুধবার স্থানীয় পৌর পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এ সময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, প্রবাসী এমএ কাদির, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের আহয়ক নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক শংকর রায়, সানোয়ার হাসান সুনু, অমিত দেব, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া. শহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।