ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার খাদিমপুর রোডস্থ প্রবাসী সাদ মিয়ার বাড়ির লোকজনের মধ্যে গত কয়েক দিন ধরে সাপ আতঙ্ক দেখা দেয়। বুধবার বিকেলে প্রবাসীর বাড়ি থেকে বিশেষ কৌশলে দু’টি বিষধর সাপ ধরেন সর্পরাজ ইব্রাহিম আলী। সাপ ধরার সময় ইব্রাহীম আলীর সাথে ছিলেন তার পুত্র মাইদুল হোসেন, আল মামুন, ভাতিজা শরীফ উদ্দিন ও রাজু মিয়া। জানা যায়, প্রবাসীর বাড়িতে সাপের উপদ্রব দেখা দিলে সর্পরাজ ইব্রাহীম আলীকে ডাকা হয়। ইব্রাহীম আলী বুধবার সকালে সহযোগীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে অনেক চেষ্টার পর মাছুয়া আলদ ও গেছুয়া আলদ নামে দু’টি সাপ ধরতে সক্ষম হন। ইব্রাহীম আলী নিজেকে একজন স্বর্পরাজ হিসেবে দাবি করে বলেন, দীর্ঘদিন সাধনা করে তিনি ৩০ বছর ধরে সাপ ধরা পেশায় নিয়োজিত রয়েছেন। সাধনা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাপ ধরার পাশাপাশি তিনি বিভিন্ন ভাবে মানুষের উপকার করে আসছেন বলেও জানান।