জাতীয় ঐক্যফ্রন্টের ২৩ তারিখ সিলেটের সমাবেশ সফল করার লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল বাংলাদেশ গণতান্ত্রিক দল- বিডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সামছুল আলম চৌধুরী সুরমা ভাই সিলেটে শুক্রবার সকালে এসেছেন। সিলেট সফরের শুরুতে শুক্রবার হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে জুমআর নামাজ শেষে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এসময় তার সিলেটের রাজনৈতিক, সামাজিকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে কোন আইন নেই, আইনের শাসন নেই। মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আওয়ামী সরকার যা ইচ্ছে তাই করছে। জনগণের ভোটাধিকার হরণ করছে। মানুষ এখন পরিবর্তন। প্রহসনের নির্বাচন মানুষ এখন আর চায় না। দেশের সন্ত্রাসী কর্মকান্ড বাড়ছে। দুর্নীতিরা দেশ গ্রাস করে ফেলেছে। তাই সোনার বাংলাকে রক্ষা করতে ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। সরকার ঐক্যফ্রন্টের ভয়ে কাপছে। তাই এখন পর্যন্ত সিলেটে সভার করার কোন অনুমতি দিচ্ছেনা। অনতিবিলম্বে সভার অনুমতি দেওয়ার আহ্বান জানান তিনি।
মাজার জিয়াতে উপস্থিত ছিলেন, মনির উদ্দীন মাস্টার, সেলিম জামান চৌধুরী, চৌধুরী রাসেল, শাহিন মিয়া, পাপলু তালুকদার, ডা. নুরুল হক চৌধুরী, মাহফিনুল হক চৌধুরী, আবর মিয়া, ফারহান মাসুদ চৌধুরী, রাইহান মাসুদ চৌধুরী, নাসিম আহমেদ চৌধুরী, আসিফ আহমেদ, সাকের হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি