ছাতকে দৃষ্টিনন্দন আল্লাহর চত্বরের উদ্বোধন

6

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতকে আল্লাহ তায়ালার ৯৯ নাম সম্ভলিত দৃষ্টিনন্দন “আল্লাহু চত্বর” এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ-বিনন্দপুর সড়কের আফজলিয়া মার্কেটের পাশে আল্লাহর ৯৯ নাম দিয়ে সু-উচ্চ স্তম্ভ ও আল্লাহু চত্বর স্থাপন করেছেন স্থানীয় গোবিন্দনগর গ্রামের বাসিন্দা ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। মহান আল্লাহ পাকের ৯৯ নাম পড়ে মানুষ শেখার জন্য তিনি তার অর্থায়নে দৃষ্টিনন্দন স্তম্ভটি নির্মাণ করেছেন। গত শুক্রবার (১ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিক ভাবে নব-নির্মিত দৃষ্টিনন্দন এ স্তম্ভটি উদ্বোধন করা হয়। আর ওই স্তম্ভ দিয়ে এলাকাটির নামকরণ করা হয়েছে আল্লাহু চত্বর। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৎপুর কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও গোবিন্দনগর ফজলিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী এবং আরবী প্রভাষক মাওলানা আব্দুল আজিজের যৌথ পরিচালায় অনুষ্ঠিত সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্তম্ভদাতা অলিউর রহমান চৌধুরী বকুল। বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, গনেশপুর নোয়াগাঁও মাদরাসার মুহতামীম মাওলানা আব্দুল হান্নান, সিলেট কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিফতাহ উদ্দিন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুন্দর আলী, ছাতক পল্লী বিদ্যুৎ জোন্যাল অফিসের ডিজিএম মনিরুল ইসলাম, নবাব সিরাজ উদ দৌলার ৯ম বংশধর নবাব আলী আব্বাস দৌলা। পরে অনুষ্ঠানের সভাপতি, সৎপুর কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা শফিকুর রহমান আল্লাহু চত্বরের ওই আল্লাহ পাকের ৯৯ নামে নব-নির্মিত দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্যটি ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর দোয়া করেন।
বাদ মাগরিব ইবনেসিনা ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা আবু তাইয়্যেব সৎপুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ট্যাকনলজি বিভাগের ড. কামরুল ইসলাম, সমাজকর্মী বিভাগের প্রধান ড. ইসমাঈল হোসেন, ক্যামিকেল বিভাগের ড. আবু ইউসুফ, পরিসংখ্যান বিভাগের ড. তাজ উদ্দিন ও ড. জামাল উদ্দিন, রসায়ন বিভাগের ড. মোহাম্মদ সেলিম।
এসময় কালারুকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী, গাবুরগাঁও দাখিল মাদরাসার সুপার মাওলানা কামরুজ্জামান, দশঘর রাজ্জাকিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোশাহিদ আলী, শিক্ষাবীদ মাওলানা জালাল উদ্দিন, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, জামেয়া মুক্তিরগাঁও দাখিল মাদরাসার সুপার মাওলানা মখছুছুর রহমান, নুরুল্লাহপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা জাহাঙ্গির আলম, লক্ষি বাউর মাদরাসার মুহতামিম মাওলানা ইসলাম উদ্দিন, হাসনাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, ভূরকী মাদরাসার শিক্ষক মাওলানা শফিকুর রহমান, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সোবহান, ছাতক বিদুৎ উন্নয়নবোড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাহাঙ্গীর আলম আলকাদরি, ছাতক কুরবান আলী জামে মসজিদের খতিব মাওলানা নুর উদ্দিন, চান্দনিঘাট জামে মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান, ছাতক সিমেন্ট কোম্পানী জামে মসজিদের খতিব মাহফুজুর রহমান, চরেরবন্দ জামে মসজিদের খতিব মাওলানা ফরিদ আহমদ, রফিকুল ইসলাম, মাস্টার মানিক মিয়া, নুরুল হক, রেজ্জাদ আহমদ ও আব্দল বাছিত, কাওছার আহমদ, আব্দুল মতিন, জইন উদ্দিন আহার, রাজু মিয়া তালুকদার, ফারুক মিয়া, ছায়াদ মিয়া, ছায়েদ মিয়াসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।