লো-স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কার বড় জয়

5

স্পোর্টস ডেস্ক :
নারী এশিয়া কাপে লো-স্কোরিং ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে বোলারদের দাপুটে বোলিংয়ে ৭৭ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৫ রান তুলে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৩ রান তুলতেই গুটিয়ে যায় মালয়েশিয়া নারী দল।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান দলনেতা চামারি আতাপাতু। মালয়েশিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না লঙ্কান ব্যাটররা। ফলে ক্ষণে ক্ষণে পড়ছিলো একের পর মূল্যবান উইকেট। পাওয়ার প্লের ছয় ওভারেই হারায় প্রথম তিন ব্যাটারকে।
শ্রীলঙ্কার দলীয় স্কোর ১০০ পার করিয়ে দেওয়ার বড় কৃতিত্ব নিচের সারির ব্যাটার ওশাদি রানাসিংহের। আট নম্বরে নেমে ১৮ বলে ২৩ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৪ বলে ২১ ও নীলক্ষ্মী ডি সিলভা খেলেন ২৩ বলে ২১ রানের ইনিংস। আর মালশা সেহানির ব্যাট থেকে আসে ১৪ রান।
রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার বোলিং তোপে চলে মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপে চলে আসা-যাওয়ার মিছিল। সেই মিছিলে মাত্র একজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে এলসা হান্টার ১৫ বলে ২ চারে করেন ১৮ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। তাদের ব্যক্তিগত স্কোর ছিল- ৬,০,০,৪,০,১,০,০,০,০।
বল হাতে শ্রীলঙ্কার মালশা শেহানি ১.৫ ওভার বল করে মাত্র ২ রান দিয়ে নেন ৪টি উইকেট। এছাড়া সুগন্ধিকা কুমারী ৩ ওভারে ১১ রান দিয়ে নেন ২টি উইকেট। আর ইনোকা রানাভীরা ২ ওভার বল করে ১ মেডেনসহ ৮ রান দিয়ে ২টি উইকেট নেন।